মানুষ হলো পরোপকারী
অন্যের দোষে ভাবে নিজে উপকারী
তাদের তো নেই কোন কাজ
অন্যকে নিয়ে পরে থাকে নেই যে তাদের লাজ।
সকাল সন্ধ্যা বিকাল একই তাদের রূপ
অন্যের ক্ষতি,অন্যের দোষ বলতে তারা থাকেনা নিশ্চুপ।
মানুষ হলো পরোপকারী
অন্যের দোষে ভাবে নিজে উপকারী
করে কত পরিশ্রম,খাটায় অনেক মেধা
বানিয়ে বুনিয়ে সত্য-মিথ্যা বলতে করেনা দ্বিধা।
এই বাড়ি,অই বাড়ি, সেই বাড়ি পাড়া বা মহল্লা
কার আগে কে করবে ক্ষতি তা  নিয়ে দেয় পাল্লা।
মানুষ হলো পরোপকারী
অন্যের দোষে ভাবে নিজে উপকারী
কেউ যদি থাকে ভালো ঠিক থাকেনা তাদের মন
কারো ক্ষতি করতে সে লাগেনা তার বেতন।
বিনা বেতনে চাকরি করে খুঁজে দোষ ত্রুটি
তাদের মনটা কালো হলে ও উপরে তারা থাকে পরিপাটি।
মানুষ হলো পরোপকারী
অন্যের দোষে ভাবে নিজে উপকারী
দেখতে সে অনেক জ্ঞানি,পণ্ডিত সে খুব
লাজ-লজ্জা না থাকলে ও চলে ইমানদার সুলভ ।
মানুষ হলো পরোপকারী
অন্যের দোষে ভাবে নিজে উপকারী
দোয়া করি আল্লাহ তাদের নেক বুজ করুক দান
কারো ক্ষতি করে,প্যাঁচ দিয়ে কথা করিও না আদান প্রধান
মনে রেখো
সবার উপরে সত্য হলো তিনি আল্লাহ মহান।