ভালোবাসা রইলো সকলের প্রতি অভিরাম
১২&১৪ ব্যাচের সকল বন্ধুদের জানাই তাই সালাম ।
বন্ধু শব্দ অনেক দামী, যদি দেও তার দাম
তোমার জীবনে বয়ে আনবে বন্ধুত্বের সুনাম,
টাকা- পয়সা জমিদারি, অট্টালিকা দিয়ে দেওয়া যাবেনা তার দাম,
বন্ধুত্বের বন্ধন তোমার জীবনে বয়ে আনবে সুনাম,
প্রতি বছরের ন্যায় এই বছর ও মোরা করছি মিলন মেলা,
বন্ধু-বান্ধবী মিলে মোরা একত্র হয়েছি ৬৪ টি জেলা।
১২&১৪ ব্যাচের প্রতিটি জেলার এক একটা আগুনের গোলা,
এর মধ্যে উল্লেখ যোগ্য দক্ষিণাঞ্চলের ভোলা।
জীবনের সময় বড় স্বল্প যা পাও তুমি অদ্য
খুশি মনে বন্ধুদের করো বরণ যাই আসুক সদ্য,
সকলের পরিচয় একটিই আমরা বারো-চৌদ্দ ।
এর মধ্যে ও হয়ে যায় অনেকের মধ্যে দ্বন্দ্ব
মালিকানা, পৈত্রিক সম্পত্তির মতো ১২&১৪ ব্যাচ নিয়ে করে ষড়যন্ত্র ।
অবুঝ শিশুর মতো বুজেনা তারা, দ্বন্দ্ব- ষড়যন্ত্র করে যারা,
তারা সেটা বুজেনা নিঃস্বার্থ ভালোবাসায় বন্ধুত্বের বন্ধনে মিশেছিলাম আমরা।
একটি কথা বলতে চাই যেখানে সকলের থাকুক সততা,
হিংসা-বিদ্বেষ ভুলে, ১২&১৪ ব্যাচ মিলেমিশে থাকতে পারি এটাই যেনো হয় ইতি কথা।।
ভালোবাসা রইলো সকলের প্রতি অভিরাম
১২&১৪ ব্যাচের সকল বন্ধুদের জানাই আবার সালাম ।