ছেলে তুমি বিবাহিত!
অতি নগণ্য জ্ঞান হীন হিতাহিত ।
মায়ের আদর্শে গড়া ছেলেটা ও মায়ের কাছে নয় দামী,
যখন সে করেছে বিয়ে তখন থেকে সে যে হয় বদনামী।
একদিন আগেও তুমি বোনের কাছে ভালো ভাই
বিয়ের পরে সে বোন বলে ভাই আগের মতো নাই।
ছেলে তুমি বিবাহিত!
যে ভাই গর্ব করে বলতো ভাই আমার খুঁটি
সেই ভাই আবার লোকের কাছে বলে, ধরে রাখে ভাই বৌয়ের আঁচলের মুটি।  
ছেলে তুমি বিবাহিত!
পাড়া-প্রতিবেশী বলতো যাকে ছেলেটা খুব ভালো
বিয়ের পরে তারাই বলে বৌয়ের কথায় চলে।
ছেলে তুমি বিবাহিত!
বঊয়ের প্রশংসা  যায়না করা মা করে খুব রাগ
মায়ের কথা বললে ,বঊ বলে সব কিছু হোক ভাগ।
ছেলে তুমি বিবাহিত!
তাইতো প্রতিদিন হও তুমি নির্যাতিত ।
তাদের নেই নিজস্ব কোন আশা
ফ্যামিলিকে নিয়েই তার সকল ভালোবাসা।
ছেলে তুমি বিবাহিত!
তাদের নেই কোন দুঃখ,নেই কোন অভিমান
ছেলে - মেয়ে,পিতা-মাতার জন্য সয়ে যায় সকল অপমান।
ছেলে তুমি বিবাহিত!
তাদের হলো শুধু ফ্যামিলিকে নিয়েই সৃতি  
ছেলেদের যত রাগ,অভিমান দুঃখ- কষ্ট মৃত্যুতে হবে পরিসমাপ্তি।