তোমার জীবনের ব্যথিত ব্যথা আমার সাথে গাঁথা
আমার জন্ম দিনে তোমাকে নিয়ে লিখা আমার রিদয়ের কবিতা।
তুমি এসেছিলে নতুন সূর্য নতুন ভোরে কাক ডাকা সকালে
ভাবোনি তুমি কখনো রাত পোহালে দুঃখ পাবে একালে।
চেয়েছিলে তুমি কাজী নজরুলের সংকল্প কবিতার মতো দেখতে বিশ্ব জগৎ টাকে
সব আশা তোমার গুরো বালি হয়ে দুঃখটা সঙ্গী হয়ে থাকে।
তোমার ও স্বপ্ন ছিল নতুন ঘর,,নতুন সংসার,নতুন করে বাঁচতে
নিয়তি তোমায় করে দিল পর দেয়নি তোমায় সুখী হতে।
তোমার জীবনের ব্যথিত ব্যথা আমার সাথে গাঁথা
আমার জন্মদিনে তোমাকে নিয়ে লিখা আমার রিদয়ের কবিতা।
যাকে করেছো বিশ্বাস সে দেয়নি তোমায় আশ্বাস  
তোমাকে ঠকিয়ে সে তোমার কেড়ে নিতে চায় নিঃশ্বাস।
তোমার ডায়রিতে তুমি পাওনি কোনো ফেরেশতা  
যার প্রতি তুমি রাখতে পারতে আস্থা
তাইতো
আমার জন্মদিনে তোমাকে নিয়ে লিখা আমার রিদয়ের কবিতা।
জীবনটা এখনো হয়নি শেষ,নতুন করে শুরু করো
দেখিয়ে দাও তাদের দুঃখ কে সুখে পরিনত করতে তুমিও পারো।
তোমার জীবনের ব্যথিত ব্যাথা আমার সাথে গাঁথা
আমার জন্মদিনে তোমাকে নিয়ে লিখা আমার রিদয়ের কবিতা।