আমি জানি, এতো ভোরের কুয়াশা ঠেলে কেন তুমি নিরব মনে বারান্দায় দাঁড়িয়ে থাক।
আমি জানি, তোমার শরীরের উষ্ণতা কেন চকলেটের মত জমা রাখ।
আমি জানি, কত স্বপ্নময় রাতে তোমার চোখের পাতা শান্ত হয় আমার আঙ্গুলের স্পর্শে।
আমি জানি, কত রাত ঘুম ভাঙ্গা ধড়ফড়ে বুক নিয়ে খুজে বেড়াও আমার সেল নম্বর।
আমি জানি, এখনো তুমি চকলেট খাওয়ার সময় বাবুদের মতো অঝোরে কাঁদতে থাকো।
আমী জানি, ফুরিয়ে যাওয়া বিকেলের আড্ডায় আমাকে খুজতে চোখ রাখো পশ্চিমের রাঙা আকাশের সিমানায়।
আজ আমি জানি গবীর রাতে আকাশের দিকে তাকিয়ে তারার দিকে চেয়ে খোঁজো আমায়
কারন আমি জানি আমি আর নেই,
তোমার এ পৃথিবীর বস্তুগত ভালোবাসার ছেড়াজালে বন্দি করে আমি মুক্তি নিয়েছি ।
আমি জানি আমি এখন আর কেউ নই, আমি তোমার পথের প্রান্তে বাতাসের গায়ে এঁটে থাকা ধুসর ধুলো,আমাকে ধরতে পারবেনা
কারন আমাকে যে সময় দিয়েছো একটি বছর ,যানিনা এতোদিন বেঁচে থাকবো কিনা।