তোমার জন্য মহাকাব্য লিখেছিল হাসনাত
যেখানে ছিল তোমার ভালবাসা তার প্রতি অগাত,
ভোর কাটেনা,দিন কাটেনা কাটেনা তার রাত
মিথ্যে ভালোবাসা দিয়ে ধরেছিল তোমার হাত।
এ জীবনে আর কোন দিনে দেখা নাহি হবে দু জনার
আমিও ঠিক তেমনি করে দেখবো সভ্যতা সমাচার।।
তোমার চোখে চোখ রেখে তার প্রেমে পড়া,
প্রেমের সাগরে ডুবে হলে তুমি দিশেহারা-
দূরে যাওয়া মানে তার প্রেমের সুতোয় টান পড়া,
ভালোবাসা দিয়ে জীবন তোমার করে দিছে ছন্নছাড়া ।
তোমার জন্য মহাকাব্য লিখেছিল হাসনাত
যত তত আঘাত আসুক ছারবেনা তোমার হাত
আহা …
কোথায় তুমি হারিয়ে গেলে?
খুঁজতে খুঁজতে গভীর হয় রাত।
তোমার জন্য রক্ত দিয়ে মহাকাব্য লিখিবে নাকি হাসনাত,
কোথায় তুমি হারিয়ে গেলে?
খুঁজতে খুঁজতে গভীর হয় রাত।
বলেছিল নাকি হাসনাত…..…
আকাশের চেয়ে ও আকাশ তুমি আমার
দিয়েছে তাই অন্তরে তোমার কঠিন তীরের আঘাত।
যে ব্যথা সয়ে
তুমি নীরবে কেঁদে হাসনাত তা বুঝেনা,
তোমা হতে থেকে দূরে
অন্য মেয়েকে নিয়ে তোমার খবর সে রাখেনা ।
সেতো ধরেছে অন্যের হাত তুমি তো তা পারোনা,
ভুলে যাও তাকে তুমি,সেতো তোমায় খোজেনা,
তাকে ছেরে নতুন করে আমায় ভালোবাসোনা, (২য় জন)
হাসনাত ছেরে হাসনাইন কে মন দেয়ে দেখোনা,
বিশ্বাস করো আমার কাছে কষ্ট তুমি পাবেনা,
তবুও তুমি আমায় ছেড়ে যেওনা।
কথার মধ্যে মিষ্টি ছিল তৃষ্ট ছিল মনে
তাহার সাথে কথা বলো সবকিছু হয় গোপনে,
বোকা আমি বুঝিনা তোমার চোখের ছাওনি
হাসনাত কে ভুলে তুমি আমার হতে চাওনি।
যাহা করেছে ভালো করেছো বুঝিনি তোমার শ্বাস,
তোমার প্রতি আমার ছিল অনেক অঘাত বিশ্বাস।