নতুন করে বাচঁতে তুমি সিখাইছো আমায়
স্বপ্নকে আজ উড়িয়ে দিলাম
নতুন এক ঠিকানায়।
কষ্ট কে জয় করতে দেখাইছো আমায়
রিদয় টাকে আজ বুঝিয়ে দিলাম
গুচ্ছ গুচ্ছ শব্দ মালায়।
১ম জীবনে হারিয়েছো তুমি
২য় জীবনে পেয়েছি আমি
তোমার ভালবাসা।।
তুমি আমার নতুন ছন্দ, নতুন একটি  সুর
তোমায় নিয়ে যেতে চাই আমি বহুদুর।
ইচ্ছে যদি হয় গো তোমার যেতে চাই জাপান,
তুমি আমার জীবন মরন তুমি আমার প্রান।  
তুমি আমার নতুন সূর্য্ নতুন  দিনের আলো,
তোমার চেহারা দেখলে দিনটা কাটে ভালো।
তুমি আমার নতুন সকাল,নতুন  শিশির কণা
তুমি আমার ২য় জীবন,নতুন ভাবে চলার সূচনা।