দূরে, তবে একা নয়
মনে মনে কথা হয়
আবেগ না পিছুটান
ভেবে দেখিনি।
যত দূরে যেতে চায়
আমাকেই নাকি পায়
হয়তো পুরো ভান
নয়তো গিনি।
মাঝে মাঝে রাত হয়
আঁধার আজ পর নয়
আলোর দিশারী যে
আমি তো চিনি।
প্রেম বলে কিছু নাই
মনে মনে মানি তাই
তবু মনে আশা জমে
কেউ হয়তো ঋণী।
ভালোবাসার ঋণে কেউ
যদি নিয়ে আসে ঢেউ
তলাতে হয় কিনা
আমি শিখিনি।
তবে জানি একা পথে
নিঃস্বার্থ মনোরথে
যে এসে ধরে হাত
সে-ই মায়াবিনী..❤️