আমি,
পথের ধারে অযত্নে ফোঁটা
চমৎকার এক ফুল বলছি।
আমার দাম ফুরিয়েছে।
আমার রূপ সৌন্দর্য আর
কোনো মানুষকে টানে না।

আমি,
ধূলার বোরকাবৃত
ময়লা এক সৃষ্টি বলছি।
সামান্য ধূলার আস্তরণ যাকে
সস্তা বানিয়ে রাখে।
জায়গা হয় পথে;
বাড়ি ফেরা পথিকের
প্রেয়সীর কানে না।

আমি,
ধূসরে লুকানো
রঙিন এক ফুল বলছি,
যার জায়গা শুধুই
মধুরাজ মৌমাছি,
প্রজাপতিদের মনে।
দাম দেখে মান বোঝা
মানবের প্রাণে না।

আমি,
তারপরও সুগন্ধ প্রচারকারী
প্রেমের বার্তাবাহী হয়ে
নিঃস্বার্থে দাঁড়িয়ে থাকা
এক অসাধারণ ফুল বলছি।
সুখ না হোক,
আমার উপস্থিতি কারো মনে
বেদনা বয়ে আনে না।

আমি,
স্ব-ঘোষিত ধূলাবৃত
অপূর্ব এক ফুল বলছি।
যান্ত্রিক জিবনের যন্ত্রগুলো
আমার আদলে
যে প্লাস্টিক বানিয়েছে,
ওসবের স্থান আর যেখানেই হোক
অন্তত কবিদের গানে না।