জীবন যদি শুধুই হতো,
নিজের জন্য বাঁচার গান,
তবে কেনো নিঃস্ব হলো,
অনেক প্রাণ, অনেক প্রাণ?
যে কৃষকের রক্ত ঝরে,
সোনার ফসল ফলে মাঠে,
সে কি চায় কেবল নিজের
ভরসা রাখুক সুখের ঘাঁটে?
যে সৈনিক প্রাণ দেয় পড়ে,
জাতির তরে, দেশের তরে,
সে কি কভু ভাবে নিজের
স্বপ্ন গুলোর আশা করে?
মায়ের চোখে জল যে গড়িয়ে,
পুত্র চলে যুদ্ধ-মাঠে,
সেই জলেতে লুকিয়ে থাকে,
আত্মত্যাগের গল্প পাতে।
নিজের সুখ, নিজের হাসি,
দিলে যারা অন্যকে,
তাদের ত্যাগেই রঙিন হলো,
মানবতার শিলালিপি।
তাই তো তারা চিরকাল,
রয়ে যাবে স্মৃতির মাঝে,
আত্মত্যাগের দীপ জ্বেলে,
মানবতার মহিমা সাজে।