প্রেম নাকি যুদ্ধ?
কবি নাকি স্তব্ধ?
চারিদিকে ঝাঁকে ঝাঁকে কত যে আশা,
লিখছি এবার আমি কবির ভাষা।
রাজপথে এলো ঝাঁক!
মাঝে মাঝে পিছুডাক।
ঝাঁকে ঝাঁকে পাখি যায়,
সংগ্রামের গান গায়,
আগুন তীর ছুটে পাখির ডানায়।
নীড়ের পাখি ফিরে না নীড়ে!
মায়ের শূন্য বুকে দুঃখ ভিরে।
বিধ্বস্ত ভুবনে ফের হাহাকার,
সত্যের পথে সব গ্লানি হারাবার।
নিত্য দিনের বাণী ছড়ায় শহর-গ্রাম,
ঝাঁকের পাখি সদা প্রস্তুত– সংগ্রাম।
প্রেমের বিজয় হবে, যুদ্ধের অবসান,
শান্তি আর ভালোবাসার হোক নবীন কাব্য দান।