রক্তে রাঙা একুশ এলো,
শহীদ স্মৃতির শিখা জ্বলো।
সালাম, রফিক, বরকত, জব্বার,
তাদের ত্যাগের দেবে কি খবর?

শত নিষেধ, শত বাঁধা,
থামেনি ভাষার গান,
বাংলা মায়ের সন্তানেরা
দিলো জীবন দান।

বুলেট ছুটল, প্রাণ ঝরল,
তবু থামেনি পথ,
বাংলা মায়ের বিজয় গাথা,
রাখবে না কেউ রুদ্ধ।

আজও ভাষার শপথ বুকে,
সজাগ থাকি আমরা,
বাংলা ভাষার আলোক ছড়াই,
বিশ্বের সর্বত্র ধরা!