তুমি আছো অন্তরে--
যে অন্তর জ্বলিতেছে তার মনের আবেগে
হৃদয় আকাশে কতো আগুনের ক্ষয়
তুমি এক অনিশ্চয়তা, জানো নিশ্চয়!

তবুও বৃষ্টি ; তোমার আকাশ,
আমার ঘাস-
তোমার অবহেলা,
নেই ভাবনার অবকাশ!
অবাধ জীবন, জীবন অগাধ
পথের বাঁকের মতো তার স্বাদ!!

ভুলে যাওয়া কথা-
গেথে যায় হৃদয়ে;
চলে আসে নতুন সময়ে!
যুগে যুগে হাটার ছলে,
পৃথিবীতে নেমে  আসে
অজস্র নক্ষত্রেরা ; নির্জন আঁধারে...!!

সেইসব আধারে নিঃশব্দ আসনে --
চিরচেনা পৃথিবী অচেনা হয়ে যায়;
আমার স্বপ্নে, তোমার হৃদয়-
আমার বুকের পরে শুয়ে রয়!

সে রাত শেষ হয় --
অথচ ; ঘোরের মধ্যে আমি!
শিশিরের জল, তোমার চোখ;
কামনার স্বাদ
কতোবার নিয়ে গ্যাছে -
লুকানো অতীতের দ্বারে!
তোমার ঘোরে এ হৃদয় ;
তবুও রয়েছে পড়ে.....!!