চেয়ে রয়েছো সূর্যাস্তের পানে
কে তুমি মহিয়সী!আনমনে--
দিবা রৌদ্রের মৃত্যু হয়ে গেলে
কে তোমারে চিনিয়া লবে?

আকাশে আলোর রেখা-
বিলীন হলো বলে ;
তবুও রয়েছো -
কোন সে নেশার ঘোরে!

ফিরে যাও;
রয়েছে তোমাতে--
শয়তান অথবা ঈশ্বরের বসবাস;
ক্ষনিক বাদেই --
তাহাদের সনে তোমার সহবাস!!

তাহাদের কোনো-
পরিচয় নেই  ;
সস্তি মেলে তাদের-
তোমার পরিচয়েই;

তাহারা চিনিয়া লয়
অবিকল তাহাদেরকেই
তবুও আকাশে --
কালিমার রেখার মতোই
নিরবতা ভাঙে;

তবু মৃত্যু থেকে
মৃত্যুর পথে পাপীদের
জয়ধ্বনী বাজে।।