#অথচ #

দেখা হয় না অনেকদিন তোমার আমার
কথা!! সেও তো বলিনা কতদিন
এ যেন হাজার বছরের অভিমান
রেখেছো জমা;
অথচ; একই পৃথিবীতে তোমার আমার বাস!

রাত, দিন, সপ্তাহ, মাস থেকে বছর
চলছে তো চলছেই ---
তবুও তোমাকে বলা হয়না আর
ভালোবাসি-- ভালোবাসি.....!!
অথচ; একই পৃথিবীর ছাদে তুমি আমি।।

ঘাস ফড়িং, বুনোহাঁস দেখা হয় আগেরই মতো
এখনো চড়ুইদের গুনগুন, কোকিলের সুর
হৃদয় শীতল করে;
শুধু তোমার বিরহে বিষন্নতা অনুভব হয় না আর;
অথচ; একই আকাশের নিচে তুমি আমি!!

স্নিগ্ধ বৃষ্টিতে আজও ভিজতে ইচ্ছে হয়
ইচ্ছে হয় লাল, নীল,সাদা ঘাসফুলগুলোকে জড়িয়ে ধরতে
ধরতে ইচ্ছে করে চিৎকার দিয়ে
ঐ মেঘশুণ্য আকাশটা কে
কিন্তু তুমি বিহনে সবই ফ্যাকাসে
অথচ; একটা পৃথিবীর আলোর রেখায় তুমি আমি!!