কবি আমি --
কালে কালে আসিয়াছি
এই ধরণী তলে ;
কভু হিংস্র অথবা বিদ্রোহী
নয়তো সাম্যবাদী অথবা প্রেমী
আমি কবি তোমাদের কবি।

আমি কবি সেই কবি
আমি আনমনে গাই
মন যা চায় তাই ;
আমি রৌদ্রের বুকে আঁকি
কুয়াশার ছবি ;
অন্ধকারে বসে আমি
আলোর খেলা খেলি!

আমি প্রেমিকরুপে অপ্রেমিক
প্রেমিকার বুকে অচেনা নাবিক;
বনলতা খুজি আমি-
অন্ধকারে বসিবার!
আলোর মিছিলে আমি
নব -নবীনের হাতিয়ার!!

আমি বহুরূপী --
আমি সন্ন্যাসী আমি পাপি ;
আমি হাটু জলে দাঁড়িয়ে
সমুদ্রের জল মাপি!
আমি কবি,আমি কবি--
খয়েরি চিলের ডানায়
দেখি ঈশ্বরের ছবি!!

আমি কবি -
আমি প্রেয়সির ঠোঁটে
চুম্বন আঁকি কলমের ছোঁয়ায়;
আমি যন্ত্রণা লুকিয়ে রাখি-
হলুদ জোছনায় ঘাসফড়িং অথবা
নীল আলোর জোনাকির ডানায়।

আমি কবি-
আমি বিধংসী আমি রক্তচোষা
সত্যের পথে আমি একরোখা;
জলন্ত অগ্নি আমি-
পুড়িয়ে দেই আমার সত্তা ;
যুগে যুগে আমি -
নির্ভীক অজেয় এক যোদ্ধা............!