ক্ষোভ
চারিদিকে রক্তের ভেতর ;
ধুলোমাখা এ পথে--
নিজেকে চেনা তে এলাম কাকে?
ভূমিষ্ঠ হয়ে এ পৃথিবীতে!!
এ অসভ্য নির্মম -
কলুষযুক্ত সমাজের বুকে,
যেখানে শিশিরের শব্দ;
হৃদপিন্ডে সজোরে আঘাত হানে।
যেখানে সম্পর্কের সীমাহীন দ্বিধা
নেই পরিচয় পরিচয়ের;
তবু বেচে থাকতে হয়
হতাশা আর লজ্জার পরিণয়ে!
কোন এক অন্ধকারের
বিন্দুর ভেতর থেকে বের হয়ে ;
আবার ছুটে চলেছি -
সীমাহীন অন্ধকারের যৌনির টানে।
মাঝখানে ক্ষনিক সময়ের
এই সূর্য, সূর্যের আলো;
আমাদের চেতনা জাগিয়ে রাখে
ক্ষোভের অন্তরালে........!!