নারী,
তুমি যেদিন প্রেমে পড়েছো সেদিন-
কোনো পূর্বাভাস ছাড়াই বৃষ্টি হয়েছিল ;
জীবনানন্দ অথবা নজরুলও
প্রেমের কবিতা লিখেছিলো!!
ধীরে ধীরে তুমি হাত ছুয়ে দিলে
চুম্বন একে দিলে ঠোঁটের কার্নিশে!
তারপর পৃথিবীতে ইতিহাস রচিত হলো
চোখের পলকেই বিশ্বযুদ্ধ শুরু হলো
তুমি প্রেমে পড়েছো বলেই,
ট্রয় নগর ধ্বংস হলো;
তুমি প্রেমে পড়েছো বলেই,
শাজাহান তাজমহল বানালো।
হিটলার ধ্বংসযজ্ঞে মত্ত হলো---!
আর তুমি তখন ব্যস্ত
প্রেমিকের বুকে আশ্রয় খুজে নিতে;
তারপর অনেক দিন
তোমার কোনো খবর নাই
কোনো আনন্দ অথবা বিষাদের!!
পৃথিবী নিস্তব্ধতায় ছেপে গেছে;
ততদিনে তুমি প্রেম খেয়েছো গিলে
তোমার প্রেমিক আজ যেন নগ্ন মূর্তি
তার জন্য প্রেম আসে না মনে
শিহরণ জাগে না তোমার তৃষ্ণার্ত দেহে!
নারী,
তুমি যদি আবার প্রেমিকা হও
আমায় বিশ্বাস করতে শিখো
তবে আমিও প্রেমিকই হবো
কথা দিলাম...
তোমায় নিয়ম করে রোজ
মানবতার গান শুনাবো ;
ভালোবাসায় ভরিয়ে দিবো
অশান্ত পৃথিবী............!!