তুমি কখনো ঘাসফুল দেখেছো-?
লাল, নীল অথবা সাদা রংয়ের;
কখনও কি কাশফুলের শুভ্রতা দেখেছো..?
দেখেছো কি ওর উপর পরে থাকা-
জলের হিরকসম আলো-?
হয়তো দেখোনি, কোনদিন ভাবোও নি!

হেমন্তে ঘাসের নীল ফুল দেখেছো তুমি?
বেদনাসিক্ত হয়ে পড়ে থাকতে নির্জনে---
অজস্র অশ্রু ধারা বয়ে যায় শিশিরের সাথে;
তুমি কি জানো; শরতের ভোরের অপেক্ষায়,
কত শত ঘাসফুলেরা জীবন হারায়-!
তবুও সূর্য দেবের করুনার আশায়-
নিযুত নিযুত ঘাসফুলেরা শুভ্রতা নিয়ে জেগে আছে-
সহস্র নির্ঘুম অন্ধকারাচ্ছন্ন কালো রাত!

হয়তো ক্ষুদ্র বলেই দেখতে পাওনা-
হয়তো সুঘ্রান নেই তাই তুলে নেও না;
পথের ধুলো ভেবেই দু'পায়ে মাড়িয়ে যাও
তবুও অনন্তকাল পড়ে থাকে -
কেউ একজন আসবে ; আদর মাখা হাতে,
পড়িয়ে দিবে প্রিয়ার বেণীগাথা চুলে....!

আমি প্রতিদিন ওদের দেখি-
প্রতিরাতেই ওরা আমার সাথে জেগে থাকে,
প্রতিনিয়ত অবহেলায় পরে থাকা ঘাসফুলেরা
কষ্ট লুকিয়ে আবার সজীবতায় ভরিয়ে দেয়
তোমাকে আমাকে-------!