হৃদয় যাচ্ছো নিয়ে ধীরে...
তোমার দিকে -তোমার আচলে;
নক্ষত্রের জোসনায়-হাসনাহেনার সুভাষে,
তোমার পথে -আরো কাছে--
ওই পথে কালো কালো ছায়া ;
তবু যাচ্ছে হৃদয় তোমার টানে
শরতের রোদ্রের মতো স্নিগ্ধ চাহনিতে।।

কোনো ভোরে - তেপান্তরের মাঠে;
মনে হয় মনোরমা হাসি তোমার,
তবু তুমি নেই - তোমার থাকতে নেই!
এই পৃথিবীর নির্জন আঁধারে -
তবুও তোমায় ভালোবেসে গেছি
আকাশের মতো হৃদয় নিয়ে -!!

এ যুগে ভালোবাসতে নেই, ভালোবাসা হয় না
বরষার কদম প্রেমের আগেই ফুরিয়ে যায়;
শরত আসে না আর কাশের বনে
হেমন্তের গন্ধ নেই প্রেমিকার শরীরে;
জীবিত অথবা মৃত নর-নারীও প্রেম জানেনা
বলতে জানেনা -চিৎকার দিয়ে ;
ভালোবাসি, ভালোবাসি.....!!