মৃত্যু ঘনিয়ে আসছে ধীরে ধীরে
ভূগর্ভের হৃদয় চিড়ে;
আরো নিকটে প্রেমের গতিতে
শুধু শব্দহীন অনুভূতি নিয়ে!!

পুরোনো প্রশ্নের জবাবে -
এ জীবন আড়ষ্ট;
ক্লান্তি, ভয় আর পাপে-
নুইয়ে পড়েছে শরীর ;
অন্ধকারে সব অপরাধ
ধীরে চিৎকার দিয়ে উঠে!

স্নিগ্ধতা ফুরিয়েছে দেহের- মনের;
ঘুমের ভিতরে ঘুম, আবার ঘুম--!
তিন স্তর ঘুমের পর
কৃষ্ণচূড়ার তলে রক্ত বহে--!

মাটির ঠোঁট নড়ে উঠে
ঘাসের স্তনে কুয়াশাও যায় পড়ে ;
বাকী থাকে শব্দের কঙ্কাল
এলোমেলো রেখার ন্যায় ;
আশ্রয় বিহীন চিরস্থায়ী অন্ধকারে........!!