বৃষ্টি কি জাগায় প্রেমকে
এই নীল আকাশের নিচে!
মেঘের উপরে অগ্নি জ্বলে
ঘুমের ভিতরে অন্ধকারে!!
অনেক পুরনো শিশিরের
স্নিগ্ধতা ফুরিয়েছে ধীরে।
তবুও কোথাও অর্থময় বৃষ্টি
অথবা-চিন্তায় ভুলের সৃষ্টি..!!
আজকে স্পষ্ট নয় কোন কিছুই
ভালো করে স্মৃতি মনে পড়ে না ;
এমন কঠিন সময়েও নিয়ম আছে
আছে সত্য আঁচ করার রেওয়াজ;
তবুও রয়েছে চেয়ে, ঈশ্বর আড়চোখে
সব দোষ ধৌত করে দিবে বলে।।
মানুষের আত্মা একান্ত অন্ধকারে
উত্তর খুঁজে অতীতের নিঃশব্দ প্রশ্নের ;
হয়তোবা সব অপরাধ বোধ ঘিরে ধরে
হয়তো পাপের প্রায়শ্চিত্ত বিনাশে;
আবার ঈশ্বরের মুখোমুখি হতে-
ক্লান্তি ভয় ভুলে স্নিগ্ধতা জাগে হৃদয়ে।
তবু বৃষ্টি কি ধুয়ে দেয় হৃদয়ের কালিমা?
পৃথিবীতে কোথাও কোনদিন হয়নি তা ;
চোখের সম্মুখে এই অন্ধকার যুগে যুগে
মানুষের জ্ঞান মানুষকে মুক্তি দেয়;
মুক্তি দেয় বিহ্বল আত্মাকে - আর-
রাত্রির মায়ের মতো ঘুম পাড়িয়ে দেয়
এই নশ্বর মানবদেহ.....!!