ভেবেছি আমি একটা কবিতা লিখবো
গণজাগরণের অথবা যুগের তালে,
আমাকে লিখতেই হবে তাই কলম ধরবো
আমি একটা কবিতা লিখবই লিখবো।
যেখানে অসহায় মানুষের
মুক্তির কথা থাকবে ;
থাকবে বখাটে ছেলেটার জীবন কাহিনী
হাজারো বেকার যুবক-যুবতীর
মনের আর্তনাদ থাকবে,
রাতের আঁধারে রজনীগন্ধা শরীর নিয়ে
রয়েছে পড়ে যে নারী ;
আমার কবিতায় তারও কথা
লিখব নির্ঘুম রজনী।
চিকিৎসা হীন হয়ে বেঁচে থাকা
অথবা ডাস্টবিনের ময়লা কুড়িয়ে খাওয়া
ছিন্নমূল শিশুর গল্প ;
আমি লিখব আমার কবিতায়
হোক না তা যতই অল্প।
আমি লিখব আমাকে লিখতেই হবে
কালো রঙের অভিশাপ নিয়ে চার দেয়ালে
বন্দী রয়েছে কত সহস্র নারী;
অসংখ্য বালক দুবেলা ভাতের আশায়
খায় কত চর ঘুসি আর লাথি ;
অথচ ঘুষ খেয়ে খেয়ে -
কতজন বাড়িয়েছে ভুড়ি;
আমি তাদের কথাই লিখবো
যাদের নেইকো জুড়ি!!
আমিএকটা কবিতা লিখব
আমাকে লিখতেই হবে ;
সমানতালে যুগের সাথে তাল মিলিয়ে-!!