একদিন আমি চিরতরে ঘুমিয়ে যাবো
হয়তো আজ থেকে --
একশো বছর পর আমি অপরিচিত হবো;
কেউ চিনবে না আমায়;
আমি নিজেকেই জানবো না!!
আমার অস্তিত্ব ছিল কিনা ভুলে যাবো
এই শিশির কণা থাকবে না,
এই নশ্বর পৃথিবী হয়তো ধ্বংস হয়ে যাবে
হয়তো ভোরের কুয়াশা দেখা হবে না
হয়তোবা কিশোরীর কোমল হাতের-
কাকনের রিনিঝিনি শব্দ শোনা হবে না!
কখনো নদীর ছল ছল শব্দে ঘুম ভাঙবে না আর!!
আমি চলে যাব চিরতরে ঘুমিয়ে পড়বো
ঝরে পড়া পাতার মতো --
শুকিয়ে নিঃশেষ হয়ে যাবো
আমাকে মনে রাখবে না কেউ
না মাটির গন্ধ আর কোনদিন পাবো
না এই নীল আকাশ দেখা হবে
কিন্তু আমি সব দেখতে চাই!
আমি নারী দেখতে চাই
কিশোরীর ভেজা চুলের গন্ধ পেতে চাই;
উত্তাল সমুদ্রের ঢেউ ছুঁতে চাই
আমি পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে
বৃষ্টিতে ভিজতে চাই......