এক টুকরো শান্তির খোঁজে ফিরে যাই
শহর হতে গ্রামে, গ্রাম হতে শহরে।
কোথাও শান্তি নাই, কোথায় গেলে শান্তি পাই?
স্বপ্নের ঘোরে যে প্রেয়সীর বুকে মুখ লুকিয়ে
হারিয়ে যাই, আজ সে কোথায়?
কোথায় গেলে তারে পাই?
পেলেই কি সে আমারে দিবে শান্তি
সেই কল্পনার মূর্ছার মতন?
তারে আমি খুঁজে ফিরি
গ্রাম থেকে শহরে, শহর থেকে গ্রামে।
কোথাও আমি পাইনি তারে
এই জীবনের কতো পরবে।
তোমাদের যাচ্য খপুষ্প সবকিছু আমারে
দেয়না শান্তি, কান্তি আমি দেখিনা সেখানে।
শান্তি আমি পাইনা তোমাদের মাঝে কোনখানে।
তাই চোখ জুড়াই সবুজ ফসলের মাঠে;
ল্যাম্পপোস্টের ভীড়ে নির্জন সোজা রাজপথে।
তবে শিশুদের মাঝে আমি দুদণ্ড শান্তি খুঁজে পাই
সব তুষ্ট, শুদ্ধ আত্মা দেখে আমার প্রাণ ভরে উঠে।
এই আকাশের নিচে আছি তবে আর কতো কাল?
তোমাদের সব বকবৃত্তি দেখতে আর কতো কাল?
১৪/০৩/২০২৫