বসন্তের সেই রাত পাবো নাকো আর
টুপ টুপ করে টিনের চাল গড়িয়ে ঝরে পড়ছে সদ্য শেষ হওয়া বৃষ্টির ফোঁটা রা।

জোছনার প্রেমে মজেছে সিক্ত ধানের ক্ষেত
ঝরে পড়া কাঁঠাল পাতারা ভিজে চুপ চুপ
আমের বোলে র মৌ মৌ গন্ধ বাতাসে ভাসে
কোথায় বসে ঝিঁঝিঁ পোকারা গেয়ে যায়?
কে রাখে তার খবর?
ডাহুক যেন ক্লান্ত হয়ে আর ডাকে নাকো
এমন রাত প্রেমিকা হয়ে আসে
বাংলার বুকে।

আমাকে রেখে এসো
এমনই এক রাতের তরে
বুক ভরে ঘ্রাণ নিয়ে
চলে যেতে চাই
সময়ের গহীনে।

তবুও বসন্তের সেই রাত
পাওয়া হবে নাকো আর ।

তারিখঃ ২৩/০২/২০২৩