তবুও আকাশের কোনো শেষ হবে না জানি
শুধু মেঘ গুলো তাদের অবস্থান হারাবে
যেমন হারায় পুকুরের পানিতে ভাসা কচুরিপানা
বয়সের ভারে অতিষ্ঠ বৃদ্ধ মৃত্যুর দিন গুনে জানি
তবুও সে বেঁচে থাকে বছরের পর বছর অলক্ষ্যে
নির্জনতার তীব্র দাহে যুবকের মন পুড়ে জানি
তবুও আকাঙ্ক্ষায় প্রশ্রয় পায় না সমাজ প্রেক্ষাপটে
কৃষক তার অতি প্রিয় ষাঁড় বিক্রি করে জানি
তবুও বুকের নীল বিষ চেপে দু ফোঁটা
আঁখির জল করে বিসর্জন অন্তরালে।
তবুও প্রেমিকার মন বদলায় জানি
শুধু বদলায়না কোনো এক দুপুরে
প্রাক্তনের কথা ভেবে কেমন আছে সে
জানতে চাওয়ার দীর্ঘশ্বাস এর দৈর্ঘ্য!
জীবনের রং ফুরিয়ে যায় জানি
তবুও ফুরায় না বেঁচে থাকার আকুলতা!
২৮/০৪/২০২০