স্বৈরাচার কে সরিয়ে তারা
আবার স্বৈরাচার হয়।
যে স্বাধীনতা চেয়ে ছিলাম
জুলাই জুড়ে,
সেই স্বাধীনতার মৃত্যু ঘটেছে।
তারা নিজ ইচ্ছে মতো আক্রমণ হানে
পুড়িয়ে দেয় ঘরদোর, লুট করে সব।
অথচ তারা কত স্বপ্ন দেখেছিল,
নিয়েছিল মৃত্যু কে অথবা তার কাছাকাছি।
যেখানে দেশ একটি বাগান, সেই বাগানের
সব ফুলই সমান অর্থবহ, নেই কোনো বৈষম্য।
নতুন জন্মানো হিংস্র দস্যুর দল তারা
ছিঁড়ে ফেলে বাগানের যত ফুল।
মত্ত হয় ধ্বংস লীলায়,
প্ররোচিত হয় ফিসফিস
আওয়াজে।
সেখান থেকে কেবলই
স্বৈরাচারের জন্ম হয়
স্বৈরাচারের জন্ম হয়
স্বৈরাচারের জন্ম হয়।