অনন্তকাল ধরে তাকে খুঁজে চলেছে এই হৃদয়।
মিছে কল্পনায় তার বুকের গহীনে মুখ লুকিয়ে
রচনা করে চলেছি শ্রেষ্ঠ যত সব অনুভূতি।
যেন সে আঁখি না ফিরায়
এই দুটো আঁখি ছেড়ে।
যেন তার ছোঁয়ায় জেগে ওঠে
এই দেহের প্রতিটি বক্রতা,
যেন সে মায়া রাখে এই হৃদয়ের তরে,
ভালোবাসার আঁচড় কাটে, চুম্বন আঁকে।
যেন তরঙ্গের মতো আছড়ে
পরে তার নগ্ন লাল পা আমার বুকে।
যেন তার তপ্ত শ্বাস
আমাকে গ্রাস করে তার অসীমে।
যেন সে আমার বুকের প্রতিটি পশমেরে
তার কপোলে মিশিয়ে রাখে সোহাগে-যতনে।
যেন সে শিশুর মতো গদগদ হয়ে তার
কোমলতা আমাকে ঢেলে দেয় ঝর্ণা ধারায়।
তুলোর মতন তার হৃদয় যেন আর
কাউকে কামনা না করে আমারে রেখে।
যেন সে তার সবটুকু ভালোবাসা তুলে
রাখে কেবল আমারই তরে।
আমি শুধু তারই পূজা করি
তাকেই মনে ধরি
অনন্তকাল তাহারেই খুঁজি।
২৯/০৩/২৫