এই বিবিধ জীবনে আশ্চর্য সময়ের ভ্রমে
যেন মনে হয় আগামী অনন্তকাল শুধুই আমার।
মৃত্যু নাই! মৃত্যু নাই! মৃত্যু নাই!
অতঃপর দশ বছর কেটে যায় একদিনে
কত মৃতের কঙ্কাল আর ক্ষয়ে যাওয়া প্রাণের শক্তি থেকে সৃষ্ট এই ভরের প্রতিটি পরমাণু জানান দেয় হাজার বছরের পুরনো সেই সত্তা।
এই দেহের অংশীদার কোটি কোটি আত্মা
আবার সজীব হয়ে এসে মস্তিষ্ক দখলে নেয়,
সেখানে তাদের বিষণ্ণতা রাখে,
কত অতৃপ্ত শরীরের অংশ এই দেহে আবার রিরংসা জাগায়, এই কসমিক আকর্ষনেই
তারা আজ টিকে আছে এইখানে।
অতঃপর ষাট বছর কেটে যায় এক দিনে
এই ভর এখন আলাদা হতে চায়,
ছড়াতে চায় লক্ষ-কোটি; প্রাণে-নক্ষত্রে।
ভরের ভাঙনে আত্মা আর শক্তির
ক্ষয় নাই ক্ষয় নাই, বিচ্ছিন্ন হয়ে
আবার দখল করে নতুন নতুন মস্তিষ্ক।
অতঃপর আবার দশ বছর কেটে যায় এক দিনে
যেন মনে হয় আগামী অনন্তকাল শুধুই তার।
মৃত্যু নাই! মৃত্যু নাই! মৃত্যু নাই!
১৭ জানুয়ারি ২০২৫
খিলগাঁও