তার ঐ চোখের দিকে তাকালে
হারিয়ে যেতে ইচ্ছে হয় মহাকালে।
যেন যুগ যুগ ধরে চেনা সেই আঁখি
কিন্তু কই আমাদের তো আগে দেখা হয়নি?

এ হৃদয়ে ঝড় উঠে তোমার তরে
আমাকে তুমি টেনে নাও তোমার বুকের কাছে
চুম্বনে চুম্বনে হারিয়ে যেতে দাও তোমাতে
রিরংসা ভারে আছড়ে পড় আমাতে।

নির্জনতার ঘুম ভাঙ্গবে আমাদের কোলাহলে
পাখিরা এসে আমাদের আশীর্বাদ দিবে
হাত রেখে হাতে হৃদয়ের কাছে
আলিঙ্গনে আলিঙ্গনে ভালবেসো আমাকে।

তারপর কল্পনার মৃত্যুতে চলে যেও তুমি
জানি তবু নতুন প্রেমিকারা আসবে
নতুন রং-রূপ-চোখ নিয়ে
আমি আবার হারাবো তাদের মাঝে
তবু তুমি রয়ে যাবে হৃদয়ের খুব কাছে।


১৪ ফেব্রুয়ারি ২০২৪