অথচ ঘাস কিংবা পাতাদের মতো
যারা জন্মায় এই পৃথিবীতে কিংবা
শেষ বয়সেও যাদের নেই আক্ষেপ
কোনো অর্জনের তরে, সফলতার সংজ্ঞা
যারা করে না, তারাই সবচেয়ে সুখী জগতে।
তারা যাপন করে যায় প্রতিটি দিন
শিক্ষা-জ্ঞানকে ভয় করে ভালোবাসে
মাঠ-ঘাট, বাঁশ, কাঠ, বালু, ইট,
সিমেন্ট আর জগতের যত কায়িক শ্রম।
কোনো অনুপ্রেরণা না খুঁজে পরিবাবের
ভালোবাসায় দুবেলা দুমুঠো খেয়ে তারা
তুষ্ট থেকে তৃপ্তি নিয়ে চলে ক্ষুদ্র সময় ছেড়ে।
আর আমাদের অনুপ্রেরণা ও সূচকের
যে জীবন, যারা জন্মাই পিতামাতার আশা
আকাঙ্ক্ষা পূরণের লক্ষ্যে, মহৎ হওয়ার সাধ
আমাদের যাদের জাগে, সফলতার সংজ্ঞার
আমাদের যাদের নেই কোনো শেষ, শেষ বয়সেও
আক্ষেপ থেকে যায় কোনো অর্জনের তরে,
আমরাই জগতে সবচেয়ে অসুখী।
নির্ঘুম রাত কেটে যায় অর্জনের তরে
অতি শিক্ষা-জ্ঞানের অহংবোধে আপন
হয়না কেউ, পরিবারের মেয়াদ থাকে না
সময়ের স্রোতে, সবাই চলে যায় তাদের
পথ ধরে, অথচ অতৃপ্ত হৃদয় নিয়ে
আমাদেরও চলে যেতে হয় ক্ষুদ্র সময় ছেড়ে।
২৩/০৩/২৫
কাপাসিয়া