প্রেম গুলো আজ জমিয়ে রাখবো
চাঁদের ঐ আলোর তরে,
থাকবো না আজ গোছানো
কোন চরিত্রের পরে।
আজ তো অতিপ্রাকৃত থাকবো
রাখবো না চোখে কাজল,
প্রকৃতিকে চাইছি আজ
থাকবে যখন বিরল।
কাল না হয় যাব ফিরে
জটিল ঐ গল্পের কাছে,
চরিত্রগুলো সাজিয়ে নিবো,
তুমি শুধু থেকো পাশে।
আজকে শুধু সাজাতে চাই
রং বেরং এর আল্পনা,
আর না হয় লিখব একবার
চাঁদ তারার ঐ কল্পনা।
গল্পগুলো না হয় গুছিয়ে রাখবো
পাঞ্জাবির ঐ ভাজে,
তুমি না হয় দৃষ্টি রেখো
লাল ঐ শাড়ির কাজে।
পাঞ্জাবির ঐ ভাজের তরে
আসবো কাল বেলা শেষে,
গল্পগুলো সাজাবো আমি
তুমি শুধু থেকো পাশে।।