বছর ঘুরে রমজান মাস এলে
ব্যবসায়িরা করে দ্রব্যমূল্য বৃদ্ধি
পবিত্র মাসে সংযমি হতে হয়
তাদের হয় না কেন উপলদ্ধি?


বিভিন্ন দেশে রমজান মাসে
ব্যবসায়িরা করে মূল্য হ্রাস
এদেশে কেন পরিকল্পিতভাবে
বাজারে সৃষ্টি করা হয় ত্রাস?


নিত্যপ্রয়োজনীয় দ্রব্য কিনতে
হিমশিম খায় মধ্যবিত্ত পরিবার
নিম্নবিত্ত পরিবার বহু কষ্টে
জোগায় তাদের দু-মুঠো আহার।


রমজানে নিয়ন্ত্রণে রাখতে দ্রব্যমূল্য
আইনের চাই কঠোর বাস্তবায়ন
তবেই কমবে অসাধু ব্যবসায়িদের
বাজারে আইন বহিভূত নিয়ন্ত্রণ।

-------------★-------------
ঢাকা
১৯-০৪-২০২২