দ্রব্যমূল্য বাড়ছে দিন দিন
কষ্টে আছে সাধারণ মানুষ
আহার যোগাতে পরিবারের
চিন্তায় হারাচ্ছে তারা হুশ।

অল্প আয়ের মানুষেরা
বাজারে যেতে পায় ভয়
এতো কম টাকায় কি
পরিবারের বাজার হয়?

নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য
কেন আকাশচুম্বী হায়
সাধারণ মানুষের ভোগান্তির
কে নেবে তার দায়?

দ্রব্যমূল্য হোক স্থিতিশীল
জনগণের আকুল আবদার
সাধারণ মানুষ বেঁচে থাকুক
খেয়ে দু-মুঠো আহার।

-----------★-----------
ঢাকা
১৫-০৩-২০২১