বন্ধুদের মাঝে থাকেনা বৈষম্য
সকল বন্ধু সর্বদা সমান
ক্ষমতা-বিত্তের উর্ধে বন্ধুত্ব
ব্যবহারে দিতে হবে প্রমাণ।
এমন আচরণ করবো পরিহার
বন্ধুরা যাতে হয় অপমান
বন্ধুত্ব হলো ফুলের ন্যায়
সকলে উপভোগ করবো ঘ্রাণ।
বন্ধু হলো ছাতার ন্যায়
বৃষ্টিতে মোদের রক্ষা করে
বিপদে পরলে বন্ধু কখনো
নিঃস্বার্থভাবে হাত ধরে।
বন্ধুত্ব হলো আত্নার টান
ধনী-গরীব অবিবেচ্য এথায়
এমন সম্পর্ক বলো তোমরা
পাওয়া যায় আর কোথায় ?
---------★----------
ঢাকা
০৬-০৯-২০২৩