বীর বাঙ্গালী ঐকবদ্ধ হয়ে
ভুলে গিয়ে সকল ভীতি-ভয়
বাঘের ন্যায় হুংকার দিয়ে
ছিনিয়ে এনেছিলো স্বপ্নের জয়।
দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধে
শহীদ হয়েছিলো ত্রিশ লক্ষ মানুষ
দুই লক্ষ মা-বোন হারিয়েছিলো সম্ভম
রক্তচোষা হানাদাররা হয়েছিলো বেহুশ।
বীর বাঙ্গালী যুদ্ধ করেছিলো
বাংলা মায়ের অস্তিত্ব রক্ষায়
ক্ষমতা আছে কার বলো
বাঘের নিশ্চিত বিজয় ঠেকায়।
একাত্তরের ১৬ই ডিসেম্বর
বিজয় অর্জন করেছিলো দেশ
বাঙ্গালী জাতির নিকট চিরকাল
এই দিনটি থাকবে বিশেষ।
--------------★--------------
ঢাকা
১১-১২-২০১৯