পরিবেশের ভারসাম্য
রক্ষা করতে চান যদি
দূষণ ও দখলমুক্ত
রাখতে হবে নদী।

শিল্পের বর্জ্য পদার্থে
দূষিত হচ্ছে নদীর জল
ভূমি দস্যূরা করছে
নদীর জায়গা দখল।

নদী হচ্ছে সংকুচিত
পানি দূর্গন্ধময় কালো
ভবিষৎ প্রজন্মের জন্য
হচ্ছে কি তা ভালো?

নদী রক্ষায় লড়বো
হয়ে সকলে ঐক্যবদ্ধ
দূষণ আর দখল
তবেই হবে বন্ধ।

--------★--------

ঢাকা
৩১-১২-২০১৫