তুমি একান্তই আমার,
এই কথা বলার অধিকার,
শুধু তোমারই আছে,
আমার হৃদয়ে তোমার স্থান যে বাঁধা আছে।
তুমি একান্তই আমার,
এই বিশ্বাস আমার,
তোমার প্রেমে আমি,
চিরকাল আবদ্ধ থাকার।
তুমি একান্তই আমার,
এই স্বপ্নে বিভোর,
তোমার সাথে কাটানো,
প্রতিটি মুহূর্তই মধুর।
তুমি একান্তই আমার,
এই বলে যাই,
তোমার ভালোবাসায়,
আমি পূর্ণতা খুঁজে পাই।
তুমি একান্তই আমার,
এই দাবি করি,
তোমার হৃদয়ে আমি,
চিরকাল বেঁচে থাকি।
তুমি একান্তই আমার,
এই বিশ্বাস নিয়ে,
আমি পথ চলি,
তোমার প্রেমের লক্ষ্যে।