পথটা আমায় নিয়ে চলেছে দূরে,
যেখানে যাওয়ার ইচ্ছা ছিলো না কভু।
স্বপ্নের সীমানা ছাড়িয়ে,
বাস্তবতার কঠিন পথে।

হৃদয়ে ছিল অন্য আশা,
অন্য কোনো ঠিকানায় যাওয়ার।
কিন্তু পথনির্দেশিকা দিলো অন্য দিকে,
যেখানে মন চায় না যেতে।

পা বাড়ালাম অনিচ্ছায়,
যেন কোনো অদৃশ্য টানে।
যেখানে পরিচিত সব দূরে সরে যায়,
অজানা পথের হাতছানি।

হয়তো এই পথই আমার নিয়তি,
যেখানে লুকিয়ে আছে নতুন কিছু।
অনিচ্ছা নিয়েই চলছি এগিয়ে,
হয়তো এখানেই খুঁজে পাবো সুখের ঠিকানা।