হেমন্তে খুঁজেছিলে আমায়,
কুয়াশার চাদরে ঢাকা,
পাইনি খুঁজে, আমি তখন,
অন্য ঠিকানায় একা।

পুরো বসন্ত জুড়ে,
ছিলাম আমি তোমার পাশে,
ফুলের সৌরভে মাখা,
ছিলাম আমি তোমার আশে।

অথচ তুমি যাওনি,
খুঁজতে আমায় একবারও,
আমি ছিলাম তোমার অপেক্ষায়,
তুমি বোঝনি সেই নীরবতাও।

হেমন্তের শেষে বুঝলে,
আমি কত দূরে চলে গেছি,
তখন আর সময় নেই,
আমি অন্য কারো হয়ে গেছি।