তারে আর পেলাম কই, সে তো দূরেই ছিল,
আপন তো হলো না, দূরত্বই বাড়িল।
দূর থেকে যেন বিষাক্ত এক তীর,
আমাকে সরিয়ে দিল, করলো অস্থির।
আমি সেই পাগল, আজও পথ চেয়ে রই,
আসবে কি ফিরে, সেই মায়া জড়ানো কই?
স্মৃতির পাতায় আঁকা মুখখানি ভাসে,
কেনো এত দূরে সে, কেনো ভালোবাসে না পাশে?
চেয়েছিলাম বাঁধিতে আপন করে তারে,
সে তো উড়িয়ে দিল ইচ্ছেরা আমারে।
দূরত্বের খাঁচায় বন্দী এ মন কাঁদে,
যেন কোনো যাযাবর, পথ নাহি বাঁধে।
জানি ফেরা হবে না, তবুও এ আশা বাঁচে,
হয়তো কোনো ভোরে দেখিবো তারে কাছে।
পাগলের স্বপন তো সত্যিও হতে পারে,
এই ভেবেই দিন কাটে, আঁধারে আলো জ্বেলে ধরে।
সে দূরে থাকুক, তার খুশিই তো সব,
আমার এ অপেক্ষা, যেন এক নীরব স্তব।
পাগল আমি, ভালোবাসি আজও সেই দূরে থাকা মানুষ,
যার পথ চেয়ে থাকা, আমার জীবনের ভুল তবুও মধুর রেশ।