চোখেরজল কেনো মুছে ফেলো বারবার?
আড়াল করে নিজেকে হারাতে কেনো চাও আবার?
কারনটা বলা বড্ড বেমানান, গ্রহণযোগ্যতাও নেই,
প্রতিবারই পথ চলি, থমকে দাড়াই
কাঠের চশমা পড়া লোকগুলোকে দেখি!
দুমুখো সাপ হলেও তারা চলে ভালোই।

কিন্তু তোমাকে তো দেখি সর্বদা হাসো! বিরক্তি ও নেই তোমার!
তাহলে কষ্টবোধ কেন?  অযথা মন খারাপই কেন!

আড়াল করেও তো সব বন্ধ করে দেওয়া যায় না,
কষ্টগুলো ফিরে আসে, এটা যে মনেরই আয়না!