একটা মানুষকে জানার সে কি চেষ্টা।
একটা জীবন্ত স্বপ্নের সে কি অপমৃত্যু।
একটি নাটকের মঞ্চ, সে কি অভিনয়।
এটাই তো আমি, এটাই তো আমার পৃথিবী।
একটা ভোর, নতুন স্বপ্ন দেখার সে কি তাড়না।
একটা নিস্তব্ধতা,কানের কাছে সে কি ব্যকুলতা।
একটা পথ, সেই পথ পাড়ি দেবার সে কি সাহসিকতা।
একটা ঘর, দরজার বাধন ছেড়ার সে কি নির্ভীকতা।
এটাই তো আমি, এটাই তো আমার পৃথিবী।
একটা ক্ষুধার রাজ্য, অন্নের জন্য অন্যেকে ছন্নছাড়া করার সে কি প্রতিযোগিতা।
একটা জীবন, পথ বেকে নতুন ভাবে গড়ার সে কি আকুলতা।
একটা দিগন্ত, বেলা হলে সেখানে সে কি ব্যস্ততা।
একটি রাত, বুকভরা আর্তনাদে অন্ধকার ঘায়েল করার বৃথা আকুতি।
এটাই তো আমি, এটাই তো আমার পৃথিবী।