হাজার বছরের অনু-চেষ্টায়, যে পথ আমি করিয়াছি দৃঢ়,সে পথে আজ আক্ষেপের মহাযজ্ঞ!
আবির দিয়ে যে আকাশ আমি রাঙিয়েছিলাম আপন করে, সে আকাশে আজ উৎকন্ঠা উপভোগ্য।
অসহ্য ঘৃণায় আমি যে দেওয়াল বিষিয়েছি, সে দেওয়ালে আজ ও কৃষ্ণচূড়ার দন্ধ!
বিলাপে আমি যে সমুদ্র গড়েছি নিজ হাতে, সে সমুদ্রে আজ স্বপ্ন-পোড়ার দুঃসহনীয় গন্ধ।
-----------