যাহারে বাসিনু ভালো; অদৃশ্যে_কল্পনাতে
আকিনু সযতনে হৃদয়ে- স্মৃতিপটে,
সেই মোর সখী,
যতনে দেখি__দেখিয়া, না দেখিয়া
বুকেতে রাখি__পরমাদরে, আগলাইয়া
তবু পাইনা'ক তাহারে! আহা!
দেখিয়াছি যাহা,
নয় কি সে?
কেউকি কভু মরিয়াছে, গাঢ় ভালোবেসে? দেখিবারও আশে;
ফুরায়ে যায় জীবন
যদি আসে গো মরন , ভুলিব কি তারে?
আহারে!
কেউ কি পারে; ছুড়িয়া ফেলিয়া প্রাণ, বাঁচিতে?
সে যে মিশিয়া রহিয়াছে প্রানেরও সাথে, প্রানেরও সাথে।
যাহারে বাসিনু ভালো; বাধিনু হৃদয়েরও সাথে
সে কি রাখিবে হাত অন্য হাতে?
ভুলিবে মোরে? - না
পারিবে না তা!
যে_রুপে সন্ধায়েছি তাহারে নিজেরও কাছে
ভালোবাসা ঋণ; না যদি পারে শোষিতে,
করিবে ক্ষমা, এমন কি আছে?-
কেহ- কোনখানে ?
রহি তাই মনে-
তাহার...
বিচরনে তার, মনে মোর বসন্ত-বাহার!
বিচরণে মোর, মনে তার বসন্ত-বাহার!
যাহারে বাসিনু ভালো, বাসি আজও,
কালিকেও বাসিব তারেই
সেই মোর সখী
যতনে রাখি মোর হৃদয়- নীড়ে; আদরে...
তবু পাইনা'ক তাহারে,
বাহুডোরে...
সত্য নয় কি সে?
কল্পনারে ভালোবেসে; কে করে মরিয়াছে?
বলো, কে করে মরিয়াছে; গাঢ় ভালোবেসে?