পাখির কাছে বলেছিলাম আমার মনের কথা,
ভেবেছিলাম রাখবে গোপন বনের মাঝে তথা।
ফিরলো পাখি নিজের দলে বলতে লাগে সবি,
কথার মূল্য রইলোনা যে ভাঙলো ব্যাকুলতা।