মাস্তুলে যার কাঁপন তোলে তার কি চলা চলছে বেগে,
ভিত্তি যদি মেদুর হবে তার চলা আজ আপন ত্যাগে।
স্বপন যদি হয় রাঙা আজ বাস্তব এলে ডুবছে কেন!
তার পরাজয় বাস্তবে হায় কল্পে আসে বিজয় লেগে।