ছিলাম কতো আপন ধনে মোড়ানো এই ধরা,
সময় কালে হরণ করে নেই নি তোমায় ত্বরা।।
তখন ছিলো কোরক প্রাণে চাইনি আমি দূর আসমানে,
চেয়ে গেছি পৃথ্বীর বুকে রূপকে আপন করা।।
হারিয়ে গেছে আমার সুধা রূপে এখন ভাটি,
যৌবন আমার চলে গেছে সকলে দেয় আঁটি।
আমের মতন ছিলাম মিঠে এখন কাটে সেজের পিঠে,
তোমায় খুঁজি ক্রমাগত হয়না তোমায় হরা।।
আপন ধনের বাহাদুরি টিকেনা আর বেশি,
সবচে' আপন ছিল আমার প্রেমিক শক্তপেশী।
চলে গেছে আমায় ছেড়ে শক্তপেশী নিলে কেড়ে,
এখন শুধুই কোমল দেহে অসুখ আসে ভরা।।
বিভোর থাকা ধনের মানুষ বোঝেনা যে ধনে,
ধন হারালে বোঝে সকল পথ হারালো মনে।
আমার বেলায় তাই হয়েছে ধনের বোঝা তাই ক্ষয়েছে,
ভিখারিনীর বেশে আমার চলছে এখন খরা।।