মনের বাহির ঝঞ্ঝা চলে   ভেতর পানে শান্ত,
সাগর বুকে ঢেউ চলেছে ভেতরে তার কান্ত।।
বনের বাহির প্রকৃতি রূপ    নয় জেনেছে নীরব কি চুপ,
ভেতর পানে গেলেই দেখি মেদুর বনবনান্ত।।
আকাশ পানে চাইলে দেখি সুমহান এ রূপে,
আসেনা আর ঝঞ্ঝা সবি আকাশ আছে চুপে।
সেথায় গেলে কতেক ক্ষিতি    করে চলে নিজের গীতি,
বিশাল বলে দেখিনা যে আকাশের ঐ প্রান্ত।।
আমার মনের এমনি হাল নিতি মধুর বোলে,
ভাসাই আমি সকল গীতি, রাগিণী যে দোলে।
বাহিরে যার অরির আঘাত    ভেতর পানে কান্ত প্রপাত,
সে কথাটি বলছি আমি   মনেতে নাই ভ্রান্ত।।
মনের আসন জুড়ে আছে এক বিধাতা একা,
জানিনা আর কেমন করে  হবে তাঁরে দেখা।
তাই নিয়েছি মনে মনে       বাহির আঘাত আসুক ঘনে,
মনের দেহ রইলে ভালো বাহির হবে ক্ষান্ত।।
ঝঞ্ঝা আমার চাইনা আমি     তবু চলে গেয়ে,
মিছের সাগর পারি দিবো মিথ্যা আসে ধেয়ে।
সকল আঘাত সয়ে সয়ে       মন হেসেছে নিজেই রয়ে,
মনের ভিতর তাঁরে পেয়ে   হয়না অবশ্রান্ত।।